সর্বশেষ

আন্তর্জাতিক

নেতানিয়াহুকে ইরানে হামলা না করার পরামর্শ দিয়েছি: ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২৯ মে, ২০২৫ ৮:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানে সামরিক হামলা না চালানোর পরামর্শ দিয়েছেন।

চলমান পরমাণু আলোচনা সফল করার স্বার্থে এমন পদক্ষেপ 'অযৌক্তিক' হবে বলে মত দিয়েছেন তিনি।

এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “সত্যি বলতে, হ্যাঁ, আমি নেতানিয়াহুকে বলেছি যে এখন হামলা করা উচিত নয়।” তিনি আরও জানান, “আমরা ইরানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি। এখন হামলা চালালে তা পুরো প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে।”

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী, এবং যদি সেটা সম্ভব হয়, তাহলে অনেক জীবন রক্ষা পাবে।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের সময় ২০১৮ সালে যুক্তরাষ্ট্র ২০১৫ সালের পরমাণু চুক্তি (জেসিপিওএ) থেকে বেরিয়ে আসে। দীর্ঘ বিরতির পর এবারই প্রথম যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার নতুন ধারা শুরু হয়েছে, যার মধ্যে পাঁচ দফা আলোচনা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, ইরান জানিয়েছে, চুক্তি হলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর মার্কিন পরিদর্শকদের তাদের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে।

তবে এ সময় ইসরায়েল তাদের অবস্থান কঠোর রেখেছে। দেশটি দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু কর্মসূচিকে হুমকি হিসেবে বিবেচনা করে আসছে এবং সামরিক হামলার হুমকি দিয়ে আসছে। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আলোচনা চলাকালীন সময়েও ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলার সম্ভাব্য প্রস্তুতি নিচ্ছে।

যদিও ট্রাম্প সরাসরি সামরিক হামলার সম্ভাবনা নাকচ করেননি, তবে তার ভাষায়, “আমি আগে কূটনৈতিক পথেই সমাধান খুঁজতে চাই। তবে হামলা যদি হয়ও, তার নেতৃত্ব দেবে ইসরায়েল, যুক্তরাষ্ট্র নয়।”

উল্লেখ্য, ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, দেশটির পরমাণু কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন