সর্বশেষ

আন্তর্জাতিক

গাজায় ত্রাণ গুদামে হানা, নিহত ২ জন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২৯ মে, ২০২৫ ৭:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের টানা অবরোধে বিপর্যস্ত গাজায় খাদ্য সংকট চরমে পৌঁছেছে।

এই সংকটের মধ্যেই মধ্য গাজার একটি খাদ্য গুদামে ঢুকে পড়ে হামলা চালিয়েছে একদল ক্ষুধার্ত মানুষ। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, এই ঘটনায় অন্তত দুইজন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির ভিডিও ফুটেজে দেখা গেছে, দেইর আল-বালাহ শহরের আল-ঘাফারি গুদামে শতাধিক মানুষ জোর করে ঢুকে পড়ে। তারা গুদাম থেকে আটা ও খাবারের প্যাকেট ছিনিয়ে নেয়। এ সময় আশপাশে গুলির শব্দ শোনা যায়, তবে ওই গুলি কারা চালিয়েছে তা এখনো পরিষ্কার নয়।

WFP-এর এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি অবরোধের কারণে গত তিন মাস ধরে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। সংস্থাটি বলেছে, বর্তমান পরিস্থিতিতে জরুরি খাদ্য সহায়তা আরও বাড়ানো ছাড়া উপায় নেই।

উল্লেখ্য, গত সপ্তাহে ইসরায়েল কিছুটা অবরোধ শিথিল করে। এর পর জাতিসংঘ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর ১২১টি খাদ্যবোঝাই ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় গঠিত বিতর্কিত সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (GHF) গাজার মধ্য ও দক্ষিণ অঞ্চলে চারটি খাদ্য বিতরণ কেন্দ্র স্থাপন করেছে। সংস্থাটির দাবি, তারা ত্রাণ যাতে সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে না পড়ে, তা নিশ্চিত করতে কাজ করছে। তবে হামাস বারবার দাবি করেছে, তারা কোনো ত্রাণ সরবরাহ আটকাচ্ছে না বা আত্মসাৎ করছে না।

জাতিসংঘ জানিয়েছে, মঙ্গলবার রাফাহ শহরে GHF পরিচালিত একটি বিতরণ কেন্দ্রে সহায়তা নিতে আসা মানুষের ভিড় সামলাতে না পারায় বিশৃঙ্খলা দেখা দেয়। একপর্যায়ে লোকজন জোর করে ভেতরে ঢুকে পড়ে এবং সংঘর্ষে অন্তত ৪৭ জন আহত হন।

অন্যদিকে, সাহায্যবাহী জাতিসংঘের ট্রাক থেকে মালামাল লুট করতে দেখা গেছে হতাশ ও ক্ষুধার্ত মানুষদের। WFP জানিয়েছে, মানুষকে যদি দ্রুত সহায়তা না দেওয়া যায়, তবে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন