সর্বশেষ

জাতীয়

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণার ঘটনায় ৭০টি সিমসহ ৮ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৮ মে, ২০২৫ ১২:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারকদের এক অভিনব চক্রকে ঢাকায় গ্রেপ্তার করেছে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।

এই চক্রটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পেজ তৈরি করে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতো। তাদের কাছ থেকে ৮ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, এ সময় জব্দ করা হয় ২৫টি মোবাইল ফোন ও ৭০টি অবৈধ সিম কার্ড।

গত ২৬ ও ২৭ মে খুলনা, নড়াইল ও যশোরে ধারাবাহিক অভিযান চালিয়ে এই প্রতারক চক্রের সদস্যদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন- আনাছ শেখ, কামাল শেখ, ইয়ানুর মোল্লা, জোবায়ের হোসেন, রুবেল শেখ, সাগর হোসেন, মো. আলীনূর ইসলাম ও শরিফুল ইসলাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি বছর খানেক ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভুয়া শপের ছবি দিয়ে ইলিশ মাছের অঢেল সরবরাহের বিজ্ঞাপন দিত। অর্ডার নিলে গ্রাহকদের থেকে অগ্রিম টাকা নিয়ে তারা মাছ সরবরাহের কোনও প্রচেষ্টা করত না। এর ফলে অসংখ্য গ্রাহক প্রতারণার শিকার হয়েছেন।

অভিযুক্তদের মূলহোতা আনাছ শেখ ও শরিফুল ইসলামের নেতৃত্বে এই চক্রটি বিভিন্ন ব্যক্তির এনআইডি সংগ্রহ করে মোবাইল এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের ভুয়া সিম এবং অ্যাকাউন্ট খুলে এই জালিয়াতি চালিয়ে আসছিল। তারা দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অনলাইন শপের ছবি ব্যবহার করে চাঁদপুরের তাজা ইলিশ সুলভ মূল্যে সরবরাহের নামে প্রতারণা চালিয়ে আসছিল।

ডিবি জানায়, প্রতারণার শিকার অসংখ্য ভুক্তভোগী অভিযোগ করেছেন এবং তাদের অনুসন্ধান চলছে। এই প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অন্যান্য জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সতর্ক করে বলেছে, সাধারণ মানুষ যেন অপ্রত্যাশিত লাভের লোভে সহজে বিশ্বাস না করে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন