সুব্রত বাইনের ৮ দিন ও মাসুদসহ তিনজনের ৬ দিনের রিমান্ড

বুধবার, ২৮ মে, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শীর্ষ সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত সুব্রত বাইন ওরফে মো. ফাতেহ আলীকে আট দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই মামলায় মোল্লা মাসুদসহ আরও তিনজনের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বুধবার (২৮ মে) বিকেলে ঢাকা মহানগর হাকিম মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। এর আগে হাতিরঝিল থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় তদন্ত কর্মকর্তা এসআই রিয়াদ আহমেদ তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী, আর আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।
আদালতে সুব্রত বাইন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমার অনেক শত্রু রয়েছে। আত্মরক্ষার জন্যই আমি অস্ত্র রাখি। আমি চাঁদাবাজি করি না, বরং আমার নাম ব্যবহার করে অন্যরা চাঁদাবাজি করে।”
মঙ্গলবার (২৭ মে) ভোরে কুষ্টিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আরও দুজন সহযোগী—শ্যুটার আরাফাত ও শরীফ—কে আটক করা হয়।
অভিযানে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, সুব্রত বাইন ও মোল্লা মাসুদ দেশের ‘সেভেন স্টার’ নামে পরিচিত কুখ্যাত সন্ত্রাসী চক্রের মূল পরিকল্পনাকারী এবং সরকারের তালিকাভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীর মধ্যে অন্যতম।
১৩৪ বার পড়া হয়েছে