পাবনায় সেনাবাহিনীর আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

বুধবার, ২৮ মে, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এক বিশেষ ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা নিয়েছেন প্রায় ১২০০ রোগী।
বুধবার পাবনা সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।
১১ পদাতিক ডিভিশনের অধীনে থাকা ৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্যাম্পে নাক-কান-গলা, স্ত্রী ও প্রসূতি রোগ, মেডিসিন, দাঁতের চিকিৎসা এবং সার্জারি বিভাগসহ একাধিক চিকিৎসা সেবায় অংশ নেন সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসকরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হাতের নাগালে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে তারা অত্যন্ত খুশি। অনেকেই জানান, এ ধরনের আয়োজন নিয়মিত হলে সাধারণ মানুষের উপকার হবে।
এ ক্যাম্প উপলক্ষে ২৫ মে থেকেই সেনাবাহিনীর পক্ষ থেকে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয় এবং স্থানীয় এলাকায় মাইকিংয়ের মাধ্যমে তিন দিনব্যাপী প্রচার চালানো হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে পাবনা জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে এমন ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হবে। এই উদ্যোগ সেনাবাহিনীর জনকল্যাণমূলক ভূমিকার একটি বাস্তব উদাহরণ। শুধু নিরাপত্তা নয়, জনসেবার ক্ষেত্রেও সেনাবাহিনী সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছে।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাস থেকে ১১ পদাতিক ডিভিশনের একটি সেনা ইউনিট পাবনা জেলায় অবস্থান করছে এবং জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিভিন্ন সেবামূলক ও উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।
১৩১ বার পড়া হয়েছে