সর্বশেষ

আইন-আদালত

ফেসবুক স্ট্যাটাসে আদালত অবমাননায় সারজিস আলমকে আইনি নোটিশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৮ মে, ২০২৫ ৯:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসকে ‘মর্যাদাহানিকর’ ও ‘অবমাননাকর’ উল্লেখ করে তাকে আইনি নোটিশ পাঠানো হয়।

সংশ্লিষ্ট আইনজীবী মো. জসিম উদ্দিন গত শনিবার (২৪ মে) রেজিস্ট্রি ডাকযোগে সকাল ১০টার দিকে সারজিস আলমের ঠিকানায় নোটিশটি পাঠান। পরবর্তীতে নোটিশের কোনো জবাব না পাওয়ায় আজ বুধবার (২৮ মে) তিনি হাইকোর্টে অভিযোগ দাখিল করেন।

নোটিশে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট এবং নির্বাচনী ট্রাইব্যুনালের রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মামুনুর রশিদ। তবে হাইকোর্ট গত ২২ মে রিটটি খারিজ করে দেয়। এরপর সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে সকাল ১১টা ৪৯ মিনিটে একটি স্ট্যাটাস দেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

ওই স্ট্যাটাসে উচ্চ আদালতের রায় নিয়ে প্রকাশিত মন্তব্যকে ‘বিচার বিভাগের প্রতি অসম্মানজনক’ হিসেবে উল্লেখ করে নোটিশে বলা হয়েছে, এ ধরনের বক্তব্য দেশের সর্বোচ্চ আদালতের মর্যাদাকে ক্ষুণ্ণ করে এবং তা আদালত অবমাননার শামিল।

আইনি নোটিশে সারজিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার অনুরোধ জানানো হয়। একইসঙ্গে, নোটিশ পাওয়ার দুই ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলন করে দেশের জনগণের কাছেও নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায়, তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে বলে সতর্ক করেন নোটিশদাতা আইনজীবী।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন