সর্বশেষ

জাতীয়

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পায়রায় ৩ নম্বর সতর্কতা সংকেত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৮ মে, ২০২৫ ৯:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

এই পরিস্থিতিতে পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। পাশাপাশি সমুদ্র এখনও উত্তাল থাকায় উপকূলীয় অঞ্চলের মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লঘুচাপের কারণে পায়রা সমুদ্র বন্দর এলাকায় বুধবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। কখনো হালকা, কখনো মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আকাশও রয়েছে মেঘাচ্ছন্ন।

যদিও নদ-নদীগুলো আপাতত স্বাভাবিক রয়েছে, তবে সমুদ্র উত্তাল থাকার কারণে জোয়ারের পানি বৃদ্ধির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

আবহাওয়া অফিস জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে আরও সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হবে।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন