সর্বশেষ

আইন-আদালত

ইশরাকের শুনানি বৃহস্পতিবার, ইসির বক্তব্যও শুনবেন আপিল বিভাগ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৮ মে, ২০২৫ ৯:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণার বৈধতা নিয়ে আপিল বিভাগের শুনানি আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

একই দিনে মেয়রের শপথ গ্রহণ ইস্যুতে নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্য শুনবেন আপিল বিভাগ। 

বুধবার (২৮ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে, মঙ্গলবার (২৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

মামলার ধারাবাহিকতায় জানা গেছে, গত ২২ মে হাইকোর্ট নির্বাচন কমিশনের গেজেট ও নির্বাচনী ট্রাইব্যুনালের রায় স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেন। একই দিন সেই আদেশের পূর্ণাঙ্গ অনুলিপিও প্রকাশিত হয়। এরপর ২৫ মে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ করেন রিটকারী।

জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন জানিয়েছেন, হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে করা এই আবেদন এখন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির অপেক্ষায় রয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আগামীকালের কার্যতালিকায় ‘মো. মামুনুর রশিদ বনাম বাংলাদেশ সরকার ও অন্যান্য’ শিরোনামে মামলাটি অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পরের দিন, ২ ফেব্রুয়ারি, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। ফলাফলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ২০২০ সালের ৩ মার্চ আদালতে মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে, ২০২৪ সালের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন। এরপর নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে। তবে, হাইকোর্টে সেই রায় ও গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদন প্রাথমিকভাবে খারিজ হয়ে যায়, যার বিরুদ্ধে এখন লিভ টু আপিলের শুনানি চলছে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন