রাজধানীতে তীব্র যানজট: রাজনৈতিক কর্মসূচি ও জনসমাগমে স্থবির নগরী

বুধবার, ২৮ মে, ২০২৫ ৮:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানী ঢাকায় আজ সকাল থেকেই তীব্র যানজটে নাকাল হয়ে পড়েছেন নগরবাসী।
সাধারণত কর্মদিবসে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীতে যানজট লেগে থাকলেও, আজকের চিত্র ছিল আরও ভয়াবহ। বিশেষ করে বিজয় সরণি থেকে শুরু করে কারওয়ান বাজার পর্যন্ত রাস্তা ছিল সম্পূর্ণ স্তব্ধ।
সকাল ৯টার দিকে বিজয় সরণি থেকে ফার্মগেটমুখী সড়কে গাড়িগুলোর কোনো গতি ছিল না। ফার্মগেট ট্রাফিক পুলিশ বক্সের পাশে দায়িত্বে থাকা এক ট্রাফিক পুলিশ সদস্য জানান, শাহবাগ পর্যন্ত রাস্তা একেবারে বন্ধের মতো অবস্থায় চলে গেছে। কারণ হিসেবে তিনি বলেন, শাহবাগে এক রাজনৈতিক সমাবেশ হচ্ছে, যা ঘিরে পুরো এলাকায় যানজট তৈরি হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার হোসেন জানান, আজ রাজধানীতে ছাত্রদল ও যুবদলের তারুণ্যের সমাবেশ রয়েছে, যেখানে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে বলে অনুমান করা হচ্ছে। গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লাসহ বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা বাসে করে রাজধানীতে এসেছেন। এছাড়াও শহরের আশপাশের এলাকা থেকেও প্রচুর মানুষ ঢাকায় প্রবেশ করছেন, যার ফলে পুরো শহরজুড়েই যানজট ছড়িয়ে পড়েছে। শুধু মিরপুর ও উত্তরার কিছু অংশ ছাড়া সব জায়গাতেই তীব্র যানজট বিরাজ করছে।
তিনি আরও বলেন, আজ সকালে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির পর শাহবাগে হঠাৎ করে লোকসমাগম বাড়ে, যার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে। এরপর ছাত্রদলের সমাবেশের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়। দুটি রাজনৈতিক কর্মসূচির মিলিত প্রভাবেই আজকের এ বিপর্যয়।
কারওয়ান বাজার এলাকা থেকে দেখা গেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও নিচের সড়কগুলোয় গাড়ির দীর্ঘ সারি। অনেক যাত্রী বাস ছেড়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হয়েছেন। বিভিন্ন ভবন থেকে দেখা গেছে যানজটের ভয়াবহ চিত্র।
ট্রাফিক সূত্র জানায়, পরিস্থিতির উন্নতির সম্ভাবনা খুবই কম। সন্ধ্যা পর্যন্ত এই যানজট অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ডিএমপির সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা মাঠে আছেন।
১৩৩ বার পড়া হয়েছে