নয়াপল্টনে রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি তরুণদের

বুধবার, ২৮ মে, ২০২৫ ৭:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ স্লোগানকে সামনে রেখে রাজধানীর নয়াপল্টনে আজ আয়োজিত হয়েছে বিএনপির বিভাগীয় যুব সমাবেশ।
দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজধানীসহ সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশ ঘিরে নয়াপল্টন পরিণত হয় জনসমুদ্রে। দলের পতাকা, ব্যানার, ফেস্টুন হাতে অনেকেই স্লোগান আর নাচ-গানের মাধ্যমে কর্মসূচিতে প্রাণ যোগ করেন।
এই সমাবেশের আয়োজন করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। আয়োজক নেতারা জানিয়েছেন, তরুণদের মতপ্রকাশ ও রাজনৈতিক অংশগ্রহণের অধিকার সংকুচিত হয়ে পড়েছে। এ সমাবেশের মাধ্যমে সেই অধিকার আদায়ের সংগ্রামে নিজেদের অবস্থান পরিষ্কার করছেন তারা।
ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, “তরুণরা আজ ভোটাধিকার থেকে বঞ্চিত, মতপ্রকাশ করতে পারছে না। আজকের এই সমাবেশ আমাদের হাহাকার ও প্রতিবাদের প্রতিচ্ছবি।”
সমাবেশ নির্বিঘ্ন করতে নয়াপল্টন ও আশপাশের এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। যানজট এড়াতে এলাকার উভয় পাশের সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
১২৮ বার পড়া হয়েছে