সচিবালয়ে বিক্ষোভ: প্রধান উপদেষ্টাকে জানানো হবে কর্মকর্তাদের আপত্তি

বুধবার, ২৮ মে, ২০২৫ ৭:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের দাবিসমূহ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অবহিত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশিদ।
বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন সচিব কমিটির আহ্বায়ক ও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, আন্দোলনকারী কর্মচারীদের দাবি এবং সংশ্লিষ্ট উদ্বেগগুলো মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হয়েছে।
ভূমি সচিব সালেহ আহমেদ বলেন, “মন্ত্রিপরিষদ সচিব আমাদের জানিয়েছেন, প্রধান উপদেষ্টা আগামী ৩১ মে জাপান থেকে দেশে ফিরবেন। তার পরই সচিব কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে তিনি আন্দোলনরত কর্মচারীদের দাবিসমূহ প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন।”
তিনি আরও বলেন, “বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্তের সঙ্গে সম্পৃক্ত, তাই সিদ্ধান্ত আসতে হবে সর্বোচ্চ পর্যায় থেকে। প্রধান উপদেষ্টা যে নির্দেশনা দেবেন, সেই আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
এর আগে, মঙ্গলবার আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে দায়িত্বপ্রাপ্ত সচিবদের সঙ্গে বৈঠক শেষে একদিনের জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।
১২৮ বার পড়া হয়েছে