জাতীয়
ঢাকার হাতিরঝিল এলাকার একটি ফুটওভার ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
হাতিরঝিলে ওভারব্রিজের নিচে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
বুধবার, ২৮ মে, ২০২৫ ৭:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার হাতিরঝিল এলাকার একটি ফুটওভার ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার ভোরে পথচারীদের নজরে এলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মাহবুব নামের এক পথচারী জানান, ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে তিনি যুবকটিকে ব্রিজের নিচে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে উপস্থিত লোকজনের সহায়তায় তাকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, আগেই তার মৃত্যু হয়েছে।
মাহবুব আরও জানান, আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে মৃত যুবকের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। বিষয়টি হাতিরঝিল থানাকে জানানো হয়েছে, এবং তারাই ঘটনার তদন্ত করছে।
১১৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর