সর্বশেষ

আন্তর্জাতিক

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ৬ জুন ঈদুল আজহা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৮ মে, ২০২৫ ৩:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবের তামির অঞ্চলে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আগামী ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

মঙ্গলবার (২৭ মে) সৌদি সুপ্রিম কোর্টের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

সৌদি সুপ্রিম কোর্ট জানায়, ইসলামিক ক্যালেন্ডারের অন্যতম পবিত্র মাস জিলহজ শুরু হচ্ছে ২৮ মে (বুধবার) থেকে। সে অনুযায়ী, ৫ জুন (বৃহস্পতিবার) পালিত হবে হজের গুরুত্বপূর্ণ দিন আরাফাহ, আর পরদিন অর্থাৎ ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা।


এদিকে, সৌদি আরবের আগেই কয়েকটি দেশ নিজেদের ঈদের তারিখ ঘোষণা করেছে। তাদের মধ্যে রয়েছে ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ওমান।

ব্রুনাই: চাঁদ দেখা না যাওয়ায় ২৮ মে (বুধবার) জিলকদ মাসের শেষ দিন হিসেবে ঘোষণা করেছে দেশটির চাঁদ দেখা কমিটি। ফলে ২৯ মে (বৃহস্পতিবার) শুরু হবে জিলহজ, এবং ঈদ উদযাপিত হবে ৭ জুন (শনিবার)।

 

মালয়েশিয়া: একই সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়াও। জিলহজ মাস শুরু হবে ২৯ মে থেকে এবং ঈদুল আজহা পড়বে ৭ জুন।
ইন্দোনেশিয়া: গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি ২৮ মে (বুধবার) থেকে জিলহজ গণনা শুরু করবে এবং ঈদ উদযাপন করবে ৬ জুন (শুক্রবার)।

 

ওমান: ওমান সরকারও জানিয়েছে, ২৮ মে থেকে শুরু হবে জিলহজ মাস। সে অনুযায়ী, দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন।


চাঁদ দেখার ভিন্নতার কারণে প্রতিবছরই মুসলিম বিশ্বে ঈদের তারিখ কিছুটা পার্থক্য দেখা যায়। তবে তা উদযাপনের উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যকে কোনোভাবেই কমিয়ে দেয় না।
 

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন