জাতীয়
ভারতের মণিপুর রাজ্যে মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৪ মিনিটে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যার কম্পন বাংলাদেশের রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাতেও অনুভূত হয়।
মণিপুরে ৫.২ মাত্রার ভূমিকম্প, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কম্পন

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৮ মে, ২০২৫ ৩:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতের মণিপুর রাজ্যে মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৪ মিনিটে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যার কম্পন বাংলাদেশের রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাতেও অনুভূত হয়।
প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প ও আগ্নেয়গিরি পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক ওয়েবসাইট ‘ভলকানো ডিসকভারি’ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৩৯ কিলোমিটার দূরে চুড়াচাঁদপুরের কাছে। বাংলাদেশ সময় রাত ২টা ২৪ মিনিটে এটি আঘাত হানে। উৎপত্তিস্থলের গভীরতা ছিল প্রায় ৪৭ কিলোমিটার, যা ভূকম্পনটিকে তুলনামূলকভাবে বেশি অনুভূত হতে সাহায্য করে।
ভূমিকম্পটি অগভীর হওয়ায় এর প্রভাব বিস্তৃত এলাকাজুড়ে অনুভূত হয়েছে বলে জানায় ওয়েবসাইটটি। রাজধানী ঢাকা ছাড়াও দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং পার্বত্য এলাকাতেও কম্পন টের পাওয়ার খবর মিলেছে।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
১২৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর