কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে লিফট ছিঁড়ে ৯ জন আহত

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ২:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বিডিবিএল ভবনের ১৩ তলা থেকে একটি লিফট ছিঁড়ে পড়ার ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ মে) সকাল পৌনে ৯টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
১৮ তলাবিশিষ্ট বিডিবিএল ভবনে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস ছাড়াও সংবাদমাধ্যম বণিক বার্তা ও একাত্তর টেলিভিশনের ব্যুরো অফিস রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনের চারটি লিফটের মধ্যে দুটি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। বাকি দুটি লিফটও ছিল ঝুঁকিপূর্ণ। বহুবার লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানানোর পরও ভবন কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন ভবনের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। তারা জানান, লিফট সংস্কার কিংবা নতুন লিফট স্থাপনের ব্যবস্থা না করা পর্যন্ত তাঁরা কাজে যোগ দেবেন না।
এদিকে, ঘটনার পরপরই বিডিবিএল কর্তৃপক্ষ লিফট অফিস বন্ধ করে ভবন ছেড়ে চলে যায় বলে অভিযোগ করেছেন ভবনে কর্মরত ব্যক্তিরা। তারা আরও জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
১২৮ বার পড়া হয়েছে