ভারতে গাড়ির ভেতর এক পরিবারের ৬ জনের মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ২:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারতের হরিয়ানা রাজ্যের পঞ্চকুলা শহরে একটি গাড়ির ভেতর থেকে একই পরিবারের ছয় সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে আত্মহত্যা করেছে।
সোমবার রাতে পঞ্চকুলার একটি বাড়ির সামনে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। গাড়ির পাশে বসে থাকা এক ব্যক্তি জানান, তিনি ও তার পরিবার বাগেশ্বর ধামের ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গাড়িতে রাত কাটাচ্ছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে তারা গাড়ির ভেতর উঁকি দেন এবং ছয়টি মরদেহ দেখতে পান। এরপর সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।
নিহতরা হলেন—প্রবীণ মিত্তল (৪২), তার বাবা-মা, স্ত্রী এবং তিন সন্তান—দুই মেয়ে ও এক ছেলে। তারা সবাই দেরাদুনের বাসিন্দা। জানা গেছে, তারা বাগেশ্বর ধামে এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন।
স্থানীয়দের ভাষ্যমতে, গাড়ির ভেতরে মৃতদেহগুলোর অবস্থা ছিল করুণ। অনেকে জানান, তারা পরিবারের একজন জীবিত সদস্যকে গাড়ির পাশে বসে থাকতে দেখেন যিনি বলেন, “আমিও পাঁচ মিনিটের মধ্যে মারা যাব।”
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তবে তার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। পুলিশের অনুমান, দীর্ঘদিনের ঋণের চাপে পরিবারটি এই চরম সিদ্ধান্ত নেয়।
পঞ্চকুলার ডেপুটি পুলিশ কমিশনার হিমাদ্রি কৌশিক জানান, “ছয়জনকে স্থানীয় ওজাস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। অন্য একজনকে সেক্টর ৬-এর সিভিল হাসপাতালে নেওয়া হলে তাকেও মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে।”
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য একটি বেসরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং আত্মহত্যার পেছনের কারণ উদঘাটনে স্বজনদের সঙ্গে কথা বলছে।
১২৭ বার পড়া হয়েছে