সর্বশেষ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনার ইঙ্গিত ইরানের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ১:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে ইরান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানান, ইরানি প্রতিনিধিদের সঙ্গে মার্কিন দলের আলোচনা ‘অত্যন্ত ইতিবাচক’ হয়েছে।

এ প্রসঙ্গে সোমবার (২৬ মে) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সাক্ষাৎকারে বলেন, যদি নিশ্চিত করা যায় যে ইরানের পারমাণবিক কর্মসূচি অস্ত্র তৈরির উদ্দেশ্যে ব্যবহৃত হবে না, তাহলে ইরান আলোচনা ও আপোসে আগ্রহী। তবে তিনি জোর দিয়ে বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনের অধিকার অপরিহার্য এবং তা রক্ষা করতেই হবে।

বাঘাই স্পষ্ট করে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম ইরান বন্ধ করবে না। বিশেষ করে তিন বছরের জন্য সমৃদ্ধকরণ স্থগিত রাখার যেকোনো প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টারা দাবি করেছেন, যুক্তরাষ্ট্র চায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ হয়ে যাক। তবে ইরান সতর্ক করে দিয়েছে, যদি আলোচনা কেবলমাত্র ইরানের পারমাণবিক অধিকার খর্ব করার উদ্দেশ্যে হয়, তাহলে তা ফলপ্রসূ হবে না।

ইরান জানিয়েছে, তারা ওমানের মধ্যস্থতায় পরবর্তী আলোচনার সময় ও বিষয়বস্তু সম্পর্কে আরও তথ্যের অপেক্ষায় আছে। যদিও একাধিকবার আলোচনা হয়েছে, তবুও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে উভয় পক্ষ এখনো আপসহীন অবস্থান বজায় রেখেছে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন