সর্বশেষ

আন্তর্জাতিক

৩৪ বছর পর শীর্ষ ঋণদাতা দেশের অবস্থান হারাল জাপান, শীর্ষে জার্মানি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ১:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ৩৪ বছর পর বিশ্বের সবচেয়ে বড় ঋণদাতা দেশের তালিকায় শীর্ষস্থান হারিয়েছে জাপান। দেশটিকে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে এসেছে জার্মানি।

মঙ্গলবার (২৭ মে) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

জাপানের অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের শেষ নাগাদ দেশটির নিট বৈদেশিক সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩৩ দশমিক ০৫ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৩.৭ ট্রিলিয়ন মার্কিন ডলার)। যদিও এই পরিমাণ আগের বছরের তুলনায় ১২.৯ শতাংশ বেশি, তবুও তা জার্মানির তুলনায় কম।

উল্লেখ্য, জার্মানির নিট বৈদেশিক সম্পদ একই সময়ে দাঁড়িয়েছে ৫৬৯ দশমিক ৬৫ ট্রিলিয়ন ইয়েন, যা জাপানের চেয়ে প্রায় ৩৬.৬ ট্রিলিয়ন ইয়েন বেশি। ১৯৯১ সাল থেকে টানা শীর্ষস্থান ধরে রাখা জাপানের জন্য এটি এক যুগান্তকারী পরিবর্তন।

তবে জাপানের সরকার বিষয়টিকে অতিমাত্রায় গুরুত্ব দিচ্ছে না। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঋণদাতার তালিকায় দ্বিতীয় স্থানে চলে গেলেও নিট বৈদেশিক সম্পদের পরিমাণে এবার একটি নতুন রেকর্ড গড়েছে দেশটি।

জাপানের সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি বলেন, “নিট বৈদেশিক সম্পদ নির্ধারণে বিভিন্ন অর্থনৈতিক উপাদান বিবেচনায় নেওয়া হয়, যেমন আর্থিক সম্পদ ও ঋণের মূল্য, এবং ব্যালেন্স অব পেমেন্ট। এসব উপাদান বিবেচনায় আমাদের সম্পদ এখনও বৃদ্ধি পাচ্ছে।”

তালিকার তৃতীয় স্থানে রয়েছে চীন, যার নিট বৈদেশিক সম্পদ ৫১৬ দশমিক ২৮ ট্রিলিয়ন ইয়েন। এরপর রয়েছে হংকং (৩২০.২৬ ট্রিলিয়ন ইয়েন) ও নরওয়ে (২৭১.৮৩ ট্রিলিয়ন ইয়েন)।

বিশ্লেষকরা মনে করছেন, জাপানের মুদ্রা ইয়েনের অবমূল্যায়নের ফলে দেশটির বৈদেশিক সম্পদ এবং দায় উভয়ই বেড়েছে। তবে একই সঙ্গে বিদেশে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধির কারণে সম্পদের পরিমাণও দ্রুত বেড়েছে।

এ অবস্থায়ও জাপান আশাবাদী যে, বৈদেশিক সম্পদের ধারাবাহিক বৃদ্ধির কারণে তাদের বৈশ্বিক অর্থনৈতিক অবস্থানে বড় কোনো পরিবর্তন আসবে না।

২৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন