সর্বশেষ

সারাদেশ

অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বন্ধ ৩০ মিনিট 

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে যাওয়ায় মঙ্গলবার বিকেলে প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রামের সঙ্গে সিলেট রেলপথে ট্রেন চলাচল।

ঘটনাটি ঘটে মৌলভীবাজারের লংলার রাউৎগাঁও এলাকায় শমসেরনগর ও কুলাউড়া রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে।

প্রায় ৩০ ফিট রেললাইন বেঁকে যাওয়ার ফলে বিকেল ৫টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি থেমে যায়। ট্রেনের চালক দূর থেকেই রেললাইনের অসঙ্গতি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে ইমারজেন্সি ব্রেক প্রয়োগ করেন, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমদ। তিনি জানান, খবর পাওয়ার পর রেলওয়ের প্রকৌশলীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাইনে পানি ঢেলে তাপমাত্রা স্বাভাবিক করার চেষ্টা করেন। এরপর লাইনের বক্রতা কিছুটা ঠিক হলে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটের দিকে ট্রেনটি পুনরায় সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

ট্রেনের এক যাত্রী সালমান জানান, "চালক দ্রুত সিদ্ধান্ত না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। তাঁর সতর্কতায় আমরা সবাই নিরাপদে আছি, এজন্য কৃতজ্ঞতা জানাই।"

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে প্রচণ্ড তাপদাহে রেললাইন বিকৃত হয়ে যাওয়া দেশের বিভিন্ন স্থানে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে এমন পরিস্থিতি আরও ঘন ঘন দেখা যেতে পারে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন