পাবিপ্রবিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ১২:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কের পাশে কাঠ বাদামের গাছ রোপণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল।
উদ্বোধনী কার্যক্রমে অংশ নেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। উদ্বোধনের পর একযোগে বেশ কিছু গাছ রোপণ করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় ক্যাম্পাসজুড়ে পরিকল্পিতভাবে ৭০ প্রজাতির এক হাজারেরও বেশি ঔষধি, বনজ, ফলদ ও ফুলের গাছ রোপণ করা হবে। বৃক্ষরোপণ কমিটির নির্ধারিত লে-আউট অনুযায়ী গাছগুলো সুনির্দিষ্ট স্থানে রোপণ করা হবে।
উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বলেন, "পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃতির প্রতি সংবেদনশীল করে তোলার সুযোগ সৃষ্টি হবে। আমরা ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে গুণগত পরিবর্তনের পথ ধরেছি, যা এক সময় পাবিপ্রবিকে দেশের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবে।"
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, "দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানান জাতের চারা সংগ্রহ করা হচ্ছে। এগুলো পর্যায়ক্রমে পরিকল্পিতভাবে ক্যাম্পাসে রোপণ করা হবে। এই কর্মসূচি কেবল সৌন্দর্য বৃদ্ধিই নয়, পরিবেশগত উন্নয়নের দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
১৩৮ বার পড়া হয়েছে