সারাদেশ

ধামরাই মহাসড়কে মরা গাছের ঝুঁকি: প্রাণহানির আশঙ্কায় পথচারী ও চালকরা

মোঃ রাসেল হোসেন ,ধামরাই
মোঃ রাসেল হোসেন ,ধামরাই

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় রাস্তাঘেঁষে দাঁড়িয়ে থাকা শতাধিক মরা গাছ এখন বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে।

ব্যস্ততম এই মহাসড়কে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে, যার মধ্যে পাটুরিয়া ঘাটের যাত্রী ও মানিকগঞ্জবাসীর প্রধান যোগাযোগ মাধ্যম এটি।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বালিথা এলাকার মহাসড়কের পাশে দাঁড়িয়ে রয়েছে অন্তত ১০টি বিশাল আকারের মরা গাছ। এলাকাটিতে তিনটি পোশাক কারখানাসহ পাঁচটির বেশি শিল্প-প্রতিষ্ঠান থাকায়, প্রতিদিন শত শত শ্রমিক এই পথ দিয়ে যাতায়াত করেন। অনেক সময় তারা গাছের নিচেই যানবাহনের জন্য অপেক্ষা করেন।

স্থানীয় পোশাক শ্রমিক রিপন বলেন, “প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করি। লাঞ্চের সময় বা গাড়ির অপেক্ষায় এই মরা গাছগুলোর নিচে দাঁড়াতে হয়। একটু বাতাস বা বৃষ্টি এলে গাছ ভেঙে পড়ার ভয় আরও বেড়ে যায়। দ্রুত এই গাছগুলো কেটে ফেলা দরকার।”

একই আতঙ্কের কথা জানান বাসচালক মিজান। তিনি বলেন, “সকাল থেকে রাত পর্যন্ত এই রুটে গাড়ি চালাই। বালিথা স্টেশন এলাকায় প্রায় ১০টি বড় মরা গাছ রয়েছে। ঝড় বা বৃষ্টিতে প্রায়ই ডাল ভেঙে পড়ে যায়। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।”

এ বিষয়ে যোগাযোগ করা হলে সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নয়ারহাট উপ-সেকশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ সাহা বলেন, “গাছ কাটা আমাদের বিভাগের দায়িত্ব নয়, এটি বন বিভাগের আওতাভুক্ত। তারপরও আমরা বিষয়টি তাদের জানিয়ে চিঠি দিয়েছি। বন বিভাগের কর্মকর্তারা এসে গাছ পরিদর্শন করেছেন। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে গাছ কাটা হবে।”

স্থানীয় বাসিন্দারা ও মহাসড়ক ব্যবহারকারীরা দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যেন প্রাণহানির আগে ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণ করা যায়।

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন