মন্টি সরকারের ফেসবুক পোস্টে দৌলতপুরের রাজনীতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ১০:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকারের একটি ফেসবুক পোস্টে দৌলতপুরের রাজনৈতিক চিত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য উঠে এসেছে।
গত শনিবার (২৪ মে) রাতে ‘দৌলতপুরের রাজনীতির আদ্যপান্ত’ শিরোনামে দেয়া পোস্টে তিনি অভিযোগ করেন, দৌলতপুরের রাজনীতিতে নেতৃত্বের মাপকাঠি হয়ে উঠেছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ও দুর্নীতির ক্ষমতা।
মন্টি সরকার তার পোস্টে লিখেছেন, “দৌলতপুর উপজেলা ভৌগলিকভাবে রাজনৈতিক মাফিয়াতন্ত্রের ঘাঁটি। ভারতের সীমান্তবর্তী এলাকা হওয়ায় এটি হয়ে উঠেছে অবৈধ অস্ত্র ও মাদকের স্বর্গরাজ্য। এখানকার চরাঞ্চলগুলো অপরাধীদের জন্য নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, দৌলতপুরের রাজনীতি মূলত অবৈধ অর্থনীতির উপর দাঁড়িয়ে রয়েছে। স্থানীয় রাজনীতিতে সফল হতে হলে প্রয়োজন সন্ত্রাসী ক্যাডার, পেশিশক্তি ও কালো টাকা। নীতি, সততা বা আদর্শের কোনো মূল্য এখানে নেই বলেও উল্লেখ করেন তিনি।
“এখানে ক্ষমতার অপব্যবহার ওপেন সিক্রেট। অপজিশন দমনই একমাত্র নীতি। আওয়ামী লীগ, জাতীয় পার্টি কিংবা বিএনপি— সকল রাজনৈতিক দলই সময়ের সাথে সাথে একই কালচারে অভ্যস্ত হয়ে গেছে,” — বলেন মন্টি সরকার।
তার মতে, দৌলতপুরে রাজনীতিতে অস্ত্রধারী ক্যাডার ছাড়া মনোনয়ন পেয়ে ভোটে জেতাও রীতিমতো চ্যালেঞ্জ। তিনি লিখেছেন, “চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, খুন, মারামারি না করতে পারলে এখানে নেতা হবার যোগ্যতা মেলে না। পেশিশক্তি আর কালো টাকাই নেতা হবার মাপকাঠি।”
তবে পোস্টের শেষ অংশে তিনি আশাবাদ ব্যক্ত করেন, দৌলতপুরে এখনও এমন জনপ্রিয় নেতার উদ্ভব হয়েছে, যারা আজো মানুষ মনে রাখে। প্রয়াত নেতাদের কেউ কেউ দল ও মতের উর্দ্ধে গিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বলেও জানান তিনি।
পোস্টের শেষে তিনি বলেন, “পরিবর্তন চাই, পরিবর্তন করতেই হবে ইনশাআল্লাহ।
চলবে..."
১২৪ বার পড়া হয়েছে