নড়াইলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইল জেলা শাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের (বিএনএলএফ) ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত রোববার (২৫ মে) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আজিজুল ইসলাম। সদস্য সচিব করা হয়েছে এস এম মাহবুব মুর্শেদ জাপলকে।
কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ইসরাফিল খবির রাজু এবং যুগ্ম-আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মো. হাফিজুর রহমান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: খন্দকার মোতাহার হোসেন, মো. আলমগীর মিয়া, খন্দকার আকরামুল ইসলাম, রাজু আহম্মেদ রাজিব, মো. টুটুল শিকদার, লাভলী আক্তার এবং এস এম ইকবাল হোসেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
১১৬ বার পড়া হয়েছে