মহার্ঘ ভাতায় বাড়বে সরকারি ব্যয়, সিপিডির প্রশ্ন সময় ও উদ্দেশ্য নিয়ে

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ৮:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সরকার মহার্ঘ ভাতা প্রদানে নীতিগত অনুমোদন দিয়েছে, যা বর্তমানে দেওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনার পরিবর্তে চালু হবে। এই সিদ্ধান্তের ফলে অতিরিক্ত প্রায় ৭ হাজার কোটি টাকার সরকারি ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে।
এ নিয়ে মঙ্গলবার (২৭ মে) সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত চলতি অর্থবছরের তৃতীয় অন্তর্বর্তীকালীন অর্থনৈতিক পর্যালোচনায় উদ্বেগ প্রকাশ করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি প্রশ্ন তোলেন, “এই সিদ্ধান্ত কি শুধুই সরকারি কর্মকর্তাদের খুশি করতে নেওয়া হয়েছে?” পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, অন্যান্য শ্রেণির জন্য উপযুক্ত ব্যবস্থা না নিলে মূল্যস্ফীতির চাপে সাধারণ জনগণ আরও ক্ষতিগ্রস্ত হবে।
সিপিডি মনে করছে, ২০২৪–২৫ অর্থবছরের ঘোষিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করাও অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। প্রতিবেদন অনুযায়ী, আগামী ৩০ জুনের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণে ৬৪.৬ শতাংশ প্রবৃদ্ধি প্রয়োজন, যা “প্রায় অসম্ভব” বলে উল্লেখ করেন বক্তারা।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. ফাহমিদা খাতুন। তিনি জানান, চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত এনবিআরের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২.৮ শতাংশ, যেখানে গত অর্থবছরে ছিল ১০.৭ শতাংশ। জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সামগ্রিক রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে ৫.৩ শতাংশ, যা আগের বছরের ১৩.৭ শতাংশ থেকে অনেকটাই কম।
প্রতিষ্ঠানটির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান এবং গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তারা এনবিআরের চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন।
১২৮ বার পড়া হয়েছে