অনলাইন জুয়ার এক হাজারের বেশি এমএফএস এজেন্ট শনাক্ত

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ৮:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ কার্যকর হওয়ার পর অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে সরকার।
ইতোমধ্যেই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবস্থার মাধ্যমে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ১,১০০-এর বেশি এজেন্টকে শনাক্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
গত ২১ মে জারি হওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী, অনলাইনে জুয়া খেলা, জুয়ার অ্যাপ বা ওয়েবসাইট তৈরি এবং এর প্রচারে অংশ নেওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
অধ্যাদেশের ২১ ও ২২ ধারা অনুযায়ী, জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক লেনদেন এবং প্রতারণা বা জালিয়াতির ঘটনাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, জুয়ার বিজ্ঞাপন বা প্রচারে অংশ নেওয়াও অপরাধের আওতায় পড়বে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা তারকার অনুমতি ছাড়া তাঁদের ছবি বা ভিডিও ব্যবহার করে কেউ জুয়ার প্রচারণা চালালে, তাঁরা আইনি সহায়তা নিতে পারবেন।
সরকার আরও জানিয়েছে, যারা আগে অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারিত বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা অধ্যাদেশের ৩০ ধারা অনুযায়ী ক্ষতিপূরণের দাবি করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে সরকার স্পষ্ট করেছে, অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। শুধু সরাসরি নয়, পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আওতায় থাকছে বিভিন্ন পেশাজীবী, বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান, মিডিয়া বায়ার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় জুয়ার বিজ্ঞাপন প্রকাশকারী সংস্থাগুলিও।
অনলাইন জুয়া সংক্রান্ত অভিযোগ জানাতে নাগরিকদের notify@ncsa.gov.bd ই-মেইল ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
১১৯ বার পড়া হয়েছে