মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ৭:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মিরপুরে প্রকাশ্যে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
আহত ব্যবসায়ী মাহমুদুল ইসলাম বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ‘মাহমুদ মানি’ এক্সচেঞ্জের মালিক।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায়। জানা গেছে, ব্যবসার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে অফিসে যাওয়ার পথে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছলে মাহমুদুলের গতিরোধ করে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন দুর্বৃত্ত।
মাহমুদুল জানান, ছিনতাইকারীরা তার কাছে থাকা টাকার ব্যাগ চায়। তিনি দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তার কোমরের বাঁ পাশে গুলি করে এবং ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আহত মাহমুদুলের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কারতা গ্রামে। তিনি পরিবারসহ মিরপুরে বসবাস করেন।
ঘটনার বিষয়ে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, একজন ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন মিরপুর বিভাগের সহকারী উপ-কমিশনারসহ পুলিশ সদস্যরা। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
১৪০ বার পড়া হয়েছে