ইশরাক হোসেনের শপথ এখন আদালতের ওপর নির্ভরশীল: স্থানীয় সরকার বিভাগ

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ৭:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথগ্রহণ আদালতের বিচারাধীন বিষয়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
ফলে আপাতত শপথ অনুষ্ঠান স্থগিত রয়েছে এবং আদালতের নির্দেশনার অপেক্ষায় রয়েছে সরকার।
মঙ্গলবার (২৭ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ মে হাইকোর্টে দায়ের করা একটি রিট আবেদন খারিজ হওয়ার পর, স্থানীয় সরকার বিভাগ ইশরাক হোসেনের শপথের প্রস্তুতি শুরু করেছিল।
তবে এরপর ২৫ মে ইশরাক হোসেন নিজেই হাইকোর্টে নতুন একটি রিট দায়ের করেন তার আইনজীবীর মাধ্যমে। পাশাপাশি ২২ মে খারিজ হওয়া রিটের আদেশের বিরুদ্ধে একজন নাগরিকের পক্ষে ২৬ মে আপিল বিভাগে একটি ‘লিভ টু আপিল’ দাখিল করা হয়। এই দুটি উদ্যোগের ফলে বিষয়টি এখন দেশের সর্বোচ্চ আদালতের বিচারাধীন।
এ প্রসঙ্গে স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেন, “বিষয়টি আদালতে বিচারাধীন। আদালত যা আদেশ দেবে, আমরা তাই করব।”
এদিকে, শপথ অনুষ্ঠানে বিলম্ব হওয়ায় সোমবার সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ‘তাগিদ নোটিশ’ পাঠিয়েছেন ইশরাক হোসেনের আইনজীবী মাহাবুব উদ্দীন খোকন। একই দিন, রিট আবেদন খারিজের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম মূসা।
বর্তমানে ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠান আদালতের নির্দেশনার উপর নির্ভর করছে। আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত নতুন কোনো পদক্ষেপ নিচ্ছে না স্থানীয় সরকার বিভাগ।
১৩২ বার পড়া হয়েছে