সর্বশেষ

জাতীয়

সচিবালয়ের সংকট নিরসনে সচিব কমিটি, বিক্ষোভে উত্তাল চতুর্থ দিন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ৭:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে সরকার ৮ সদস্যের একটি সচিব কমিটি গঠন করেছে।

কমিটির নেতৃত্বে রয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। মঙ্গলবার (২৭ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদিউল কবির জানান, সচিব কমিটি আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে আলোচনা করবে। তবে বৈঠকের নির্দিষ্ট সময় এখনো নির্ধারিত হয়নি।

এদিকে, আন্দোলনের চতুর্থ দিনেও উত্তপ্ত রয়েছে সচিবালয় এলাকা। মঙ্গলবার সকাল ১১টার দিকে ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনকারীরা ‘কালো আইন বাতিল কর’, ‘সরকারি চাকরির স্বাধীনতা চাই’, ‘আপস নয়, সংগ্রাম চাই’সহ বিভিন্ন স্লোগানে সচিবালয় প্রাঙ্গণ মুখর করে তোলেন।

সচিবালয়ের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আজ দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা, গেটগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমনকি গণমাধ্যমকর্মীদেরও সচিবালয়ে প্রবেশে বাধা দেওয়া হয়।

আন্দোলনরত কর্মচারীরা অভিযোগ করেছেন, সদ্য জারি করা সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ একটি "নিবর্তনমূলক ও কালাকানুন"। তারা বলছেন, ১৯৭৯ সালের বিশেষ বিধান ইতোমধ্যে দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক বাতিল হওয়া সত্ত্বেও সরকার সেটিকে পুনরায় চালু করতে চাইছে, যা বিতর্কিত এবং কর্মচারীদের অধিকার খর্ব করবে। কর্মচারীরা শঙ্কা প্রকাশ করেন, নতুন অধ্যাদেশের ফলে কর্মকর্তাদের রোষানলে পড়তে হতে পারে তাদের।

তাদের হুঁশিয়ারি, দাবি না মানা হলে আন্দোলন আরও তীব্রতর হবে। প্রয়োজনে আইন মন্ত্রণালয়ের কক্ষগুলো তালাবদ্ধ করার ঘোষণা দেন তারা।

৩০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন