জাতীয়

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা, সভা-সমাবেশেও কড়াকড়ি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ৪:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অনিবার্য কারণবশত আগামী মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার রাতে মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল জাবেদ স্বাক্ষর করেছেন। এতে বলা হয়, ২৭ মে মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় সচিবালয় ও সংলগ্ন এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার রাতে ডিএমপি থেকে জারি করা গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সচিবালয়, মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এবং আশপাশের এলাকায় উক্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকলকে এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

১৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন