মাস্ক পরে আদালতে হাজির পরীমনি

সোমবার, ২৬ মে, ২০২৫ ১২:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সোমবার সকালে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।
তিনি শ্লীলতাহানির অভিযোগে দায়ের হওয়া মামলায় সাক্ষ্য দিতে আসেন। বিষয়টি ছিল আলোচনায়, কারণ তিনি এদিন মাস্ক পরে আদালত প্রাঙ্গণে উপস্থিত হন, যা সাধারণত দেখা যায় না।
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে পরীমনি সাভার থানায় নাসির উদ্দিন মাহমুদ, তার বন্ধু অমি এবং অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা করেন। এরপর তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
২০২২ সালের ১৮ মে আদালত অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করে। এরপর পরীমনি তার আংশিক জবানবন্দি প্রদান করেন ২০২২ সালের ২৯ নভেম্বর। তবে বিগত বছর ২৪ জুলাই তার জবানবন্দিতে কিছুটা অস্বস্তি প্রকাশ করেন তিনি, এরপরই তার আইনজীবী ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে বিচার কার্য সম্পন্নের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।
বর্তমানে মামলার পরবর্তী কার্যক্রমে পরীমনি আদালতে উপস্থিত থেকে সাক্ষ্য দেবেন বলে জানা গেছে। এ মামলার শুনানি ও সাক্ষ্যপ্রক্রিয়া চলমান থাকায় বিভিন্ন মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে এই আলোচিত অভিনেত্রীর আদালত যাত্রা।
১২১ বার পড়া হয়েছে