কলকাতায় ‘তাণ্ডব’ সিনেমার ডাবিংয়ে শাকিব খান ও জয়া আহসান একসঙ্গে

সোমবার, ২৬ মে, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অভিনেত্রী জয়া আহসান ও ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান দীর্ঘ সময় পর একসঙ্গে নতুন সিনেমায় কাজ করছেন।
নির্মাতা রায়হান রাফীর ব্যর্থ ‘তাণ্ডব’ সিনেমার জন্য এই দুই তারকা কলকাতায় উপস্থিত হয়েছেন ডাবিংয়ের জন্য।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডাবিং প্রক্রিয়া চলাকালে কলকাতার অরাল স্টুডিওতে সারাদিন কাজ করেছেন জয়া, শাকিব, রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ অন্যরা। ডাবিং শেষে সন্ধ্যায় একসঙ্গে পার্টিতেও অংশগ্রহণ করেন তারা।
এ বিষয়ে জয়া আহসান বলেন, “রায়হান, শাকিব, শাকিলসহ সবাই এখন খুবই ভালো আছি। ডাবিং নিয়ে বেশ ব্যস্ত থাকছি, তবে কাজের ফাঁকে একটু অবসর পাচ্ছি।”
‘তাণ্ডব’ অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা। এতে আরও থাকছেন বাংলাদেশের একঝাঁক তারকা। ইতোমধ্যে সিনেমার এক মিনিটের টিজার সামাজিক মাধ্যমে প্রকাশের পর বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
তবে টিজারে শাকিবের উপস্থিতি বেশ রহস্যময়ভাবেই রূপ নেয়। প্রথম এক মিনিটে দেখা যায়, মাঙ্কি মাস্ক পরা এক গ্যাংকে ক্যামেরায় ধরা হচ্ছে। এরপরই মাস্ক খুলে দেখা যায়, শাকিব খান রাফ অ্যান্ড টাফ লুকের মধ্যে। চোখ বড় বড় করে তাকিয়ে থাকা সেই দৃশ্য দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে, যেখানে মনে হচ্ছে তিনি ধরা পড়েছেন বা কোন রহস্যের মধ্য দিয়ে যাচ্ছেন।
‘তাণ্ডব’ সিনেমার এই রহস্যময় ও অ্যাকশনসমৃদ্ধ দৃশ্যের মাধ্যমে নির্মাতা রায়হান রাফী সিনেমাটির উত্তেজনা ও রহস্যে ভরা গল্পের ইঙ্গিত দিয়েছেন। শাকিব-জয়ার পাশাপাশি এই সিনেমায় থাকছেন আরও বিখ্যাত অনেক তারকা, যা কাকতালীয়ভাবে এই দুই তারকার সাম্প্রতিক কলকাতা সফরকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।
১৩২ বার পড়া হয়েছে