সর্বশেষ

জাতীয়

এনবিআরে আন্দোলন স্থগিত, সরকারের প্রতিশ্রুতিতে আশ্বস্ত কর্মকর্তা-কর্মচারীরা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৫ মে, ২০২৫ ২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদ তাদের চলমান আন্দোলন স্থগিত করেছে।

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সরকার অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনার প্রতিশ্রুতি দেওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে। রোববার (২৫ মে) সন্ধ্যায় পরিষদের এক সদস্য ও এনবিআরের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কর্মকর্তা বলেন, “সরকার আমাদের দাবির প্রতি গুরুত্ব দিয়েছে। তারা জানিয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে সংশোধিত অধ্যাদেশ জারি করা হবে। আমরা কাজে যোগ দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রেস রিলিজ দেওয়া হবে।”

এর আগে বিকালে অর্থ মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিগুলো নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআরকে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিসিএস (কর) ও বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের স্বার্থ রক্ষার পাশাপাশি এনবিআরকে শক্তিশালীকরণ এবং রাজস্ব নীতি প্রণয়নের পৃথক কাঠামো গঠনের বিষয়ে রাজস্ব সংস্কার পরামর্শক কমিটি ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিশ্রুতি অনুযায়ী, ৩১ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশে সংশোধনী আনা হবে এবং তার আগে তা কার্যকর হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। অর্থ মন্ত্রণালয় আশা প্রকাশ করে, এই সিদ্ধান্তের ফলে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তাদের উদ্বেগ দূর হবে এবং তারা পুনরায় পূর্ণ উদ্যমে কাজে ফিরবেন।

তবে বিকালেই এনবিআর প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কার ঐক্য পরিষদ কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। তারা জানায়, আন্তর্জাতিক যাত্রীসেবা এবং ওষুধ ও জীবন রক্ষাকারী সরঞ্জামের আমদানি-রপ্তানি ছাড়া অন্যান্য সব শাখায় সোমবার (২৬ মে) থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, উপ-কর কমিশনার আব্দুল কাইয়ুম ও মিজ রইসুন নেসা উপস্থিত ছিলেন।

তারা বলেন, “আমাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে– জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল, এনবিআর চেয়ারম্যানকে অপসারণ, রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সুপারিশ প্রকাশ এবং সব অংশীজনের মতামতের ভিত্তিতে টেকসই রাজস্ব ব্যবস্থা গঠন।”

সংগঠনের দাবি মেনে নিয়ে সরকার যে আশ্বাস দিয়েছে, তার বাস্তবায়ন দেখেই পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন