নবজাতক ও প্রসূতির মৃত্যুর অভিযোগে বিক্ষোভ, ক্লিনিক বন্ধের দাবি

রবিবার, ২৫ মে, ২০২৫ ২:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ঈশ্বরদীর আকলিমা সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে একাধিক নবজাতক ও প্রসূতির মৃত্যুর অভিযোগে ক্লিনিক বন্ধ এবং দায়ী চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ক্লিনিকটির সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা ক্লিনিকটির আবাসিক চিকিৎসক ডা. রাবেয়া বসরী রোজির বিরুদ্ধে ‘ভুল চিকিৎসায়’ মৃত্যুর অভিযোগ আনেন এবং তাকে ‘হাতুড়ে চিকিৎসক’ হিসেবে আখ্যা দিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ভুক্তভোগী ফারুক হোসেন বলেন, “গত তিন মাসে চারজন নবজাতক ও প্রসূতির মৃত্যু হয়েছে এই ক্লিনিকে। আমার নবজাতক কন্যাকেও ভুল চিকিৎসায় হত্যা করা হয়েছে, এখন স্ত্রীর অবস্থাও সংকটাপন্ন।” তিনি আরো দাবি করেন, অপারেশন থিয়েটারে অনিয়ম, অপর্যাপ্ত চিকিৎসা সেবা এবং অদক্ষ ডাক্তারদের দায়িত্বে থাকার কারণেই এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।
মানববন্ধনে ফারুক হোসেন ছাড়াও বক্তব্য রাখেন তার স্ত্রী নদী বেগম, মা নুরজাহান বেগম এবং স্বজন রাজিব পাটোয়ারি।
অভিযোগের বিষয়ে ডা. রাবেয়া বসরী রোজি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “ভুল চিকিৎসার মাধ্যমে কোনো মৃত্যু ঘটেনি। এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।”
এদিকে, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর জানান, “ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
পাবনা সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, “ঘটনার তদন্তে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলী এহসান বিজয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলী এহসান বিজয় জানান, তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন ডা. ইব্রাহিম হোসেন, ডা. কাবেরী শাহ এবং আরএমও ডা. সাহেদুল ইসলাম শিশির। কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ প্রসঙ্গে ক্লিনিকটির স্বত্বাধিকারী ডা. হোসনে আরা জলি বলেন, “ক্লিনিক কেবল একটি অবকাঠামো। চিকিৎসক ভুল করলে তার দায়ভার তিনিই বহন করবেন। তদন্তে প্রমাণিত হলে প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে।”
১১৩ বার পড়া হয়েছে