জাতীয় দলের ক্যাম্পের জন্য বদলে গেল লিগের সূচি

রবিবার, ২৫ মে, ২০২৫ ১:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ ফুটবলে নতুন এক জাগরণ লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে প্রবাসী ফুটবলারের ধারাবাহিক আগমনে ফুটবলপ্রেমীদের আগ্রহ আবারও বাড়ছে।
আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে সেই উন্মাদনা আরও তীব্র হচ্ছে।
এই ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় দল ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। সে লক্ষ্যেই দ্রুত শুরু করা হচ্ছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। এজন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচিতে আনা হয়েছে পরিবর্তন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর আগের পরিকল্পনায় ছিল ৩১ মে থেকে ক্যাম্প শুরু করার। তবে লিগের চারটি ম্যাচ আগেভাগে আয়োজন করায় ক্যাম্পও একদিন এগিয়ে ৩০ মে’র বদলে ২৯ মে থেকে শুরু করা যাবে।
লিগের শেষ রাউন্ডের পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচ এগিয়ে এনে ২৭ মে নির্ধারণ করা হয়েছে। এই দিন ৮টি দলের খেলা শেষ হবে, ফলে সংশ্লিষ্ট ক্লাবের জাতীয় দলের ফুটবলাররা অন্তত ২ দিন বিশ্রাম পাবেন, যা ক্যাম্পের প্রস্তুতিতে সহায়ক হবে।
তবে চট্টগ্রাম আবাহনী ও ফর্টিস এফসির মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময় অনুযায়ী ২৯ মে অনুষ্ঠিত হবে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও লিগ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান কর্তৃক স্বাক্ষরিত সংশোধিত সূচি ইতোমধ্যে অংশগ্রহণকারী ক্লাবগুলোকে পাঠানো হয়েছে।
১০২ বার পড়া হয়েছে