সর্বশেষ

আন্তর্জাতিক

নিজস্ব প্রযুক্তিতে বিমান চলাচল নিয়ন্ত্রণ রাডার স্থাপন করল ইরান

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৫ মে, ২০২৫ ৮:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পশ্চিমা দেশগুলোর দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার মাঝেও প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে চলেছে ইরান।

এরই অংশ হিসেবে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবাদান বিমানবন্দরে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত একটি অত্যাধুনিক বিমান চলাচল নিয়ন্ত্রণ রাডার সিস্টেম স্থাপন করা হয়েছে।

‘এমএসএসআর-মোড এস’ নামের এই রাডার সিস্টেমটি রোববার (২৫ মে) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ভিডিও লিঙ্কের মাধ্যমে উদ্বোধনকালে তিনি দেশীয় প্রযুক্তির এ সফলতাকে জাতীয় অগ্রগতির প্রতীক হিসেবে উল্লেখ করেন।

ইরানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই রাডার সিস্টেম আঞ্চলিক পর্যায়ে বিমান চলাচল নিয়ন্ত্রণে সক্ষমতা বাড়াবে। এটি ৪৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিমান চলাচলের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবে।

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি মনোপালস সেকেন্ডারি সার্ভেইলেন্স রাডার (এমএসএসআর) সিস্টেমটির ডিজাইন ও উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইসফাহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও প্রকৌশলীরা।

ইরান এয়ারপোর্টস অ্যান্ড এয়ার ন্যাভিগেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরানি জানান, এই রাডার নির্মাণে সরকারের ব্যয় হয়েছে প্রায় ৬.৯ মিলিয়ন ইউরো। এতে করে বিদেশ থেকে আমদানি করার তুলনায় এক মিলিয়ন ইউরোর মতো ব্যয় সাশ্রয় হয়েছে।

আমিরানি আরও বলেন, “এই রাডার স্থাপন ইরানের বিমান চলাচল খাতে আত্মনির্ভরতার এক গুরুত্বপূর্ণ দিকচিহ্ন। বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে আনাই ছিল আমাদের মূল লক্ষ্য।”

ইরান সাম্প্রতিক বছরগুলোতে তার বিমান পরিবহন খাতে দেশীয় সক্ষমতা বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার ফলে বিদেশি প্রযুক্তি ও যন্ত্রাংশ আমদানিতে বাধার মুখে পড়লেও ইরানি কোম্পানিগুলো দেশীয়ভাবে মেরামত, ওভারহল এবং পরিদর্শন সেবা দিতে সক্ষম হয়েছে। এমনকি নিষেধাজ্ঞার কবলে আটকে থাকা এক ডজনের বেশি বিমানকেও পুনরায় চালু করেছে তারা।

২০২৪ সালের শেষদিকে ইরানের বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা দেয়, তারা বোয়িং ও এয়ারবাস বিমানের ইঞ্জিন যন্ত্রাংশ তৈরির প্রযুক্তিও আয়ত্ত করেছে, যা ইরানের এই খাতে আরও স্বনির্ভর হওয়ার ইঙ্গিত দেয়।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন