সর্বশেষ

শিক্ষা

দাবি আদায়ে প্রাথমিক শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি সোমবার থেকে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৫ মে, ২০২৫ ৭:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আগামী সোমবার (২৭ মে) থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন শুরু করবেন।

তাদের তিন দফা দাবির প্রেক্ষিতে এ কর্মসূচি আহ্বান করেছে সহকারী শিক্ষক সংগঠনগুলোর যৌথ প্ল্যাটফর্ম ‘সহকারী শিক্ষক ঐক্য পরিষদ’।

রোববার (২৬ মে) অর্ধদিবস কর্মবিরতির শেষ দিনে সংগঠনটির আহ্বায়ক এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ গণমাধ্যমকে জানান, “আমাদের যৌক্তিক দাবিগুলো এখনো বাস্তবায়ন না হওয়ায় সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করব। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।”

উল্লেখ্য, চলমান আন্দোলনের অংশ হিসেবে শিক্ষকরা গত ৫ মে থেকে ধাপে ধাপে কর্মবিরতি পালন করে আসছেন। ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা, ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত দুই ঘণ্টা, এবং ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে।

শিক্ষকদের তিনটি প্রধান দাবি হলো, সহকারী শিক্ষক পদকে ‘এন্ট্রি পদ’ হিসেবে স্বীকৃতি দিয়ে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্ণ হলে উচ্চতর গ্রেড প্রাপ্তিতে বিদ্যমান জটিলতা নিরসন, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি নিশ্চিত করা এবং দ্রুত পদোন্নতি প্রদান।

 

এছাড়া তারা আরও কিছু দাবি উত্থাপন করেছেন, যার মধ্যে রয়েছে—শুক্র ও শনিবার বিদ্যালয় বন্ধ রাখার নীতিমালা বহাল রাখা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সীমিত রাখা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এদিকে, তাদের আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটার শঙ্কা দেখা দিয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন