জাতীয়

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ আরও কয়েকটি রাজনৈতিক দলের বৈঠক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৫ মে, ২০২৫ ৪:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চলমান রাজনৈতিক সংকট নিরসনে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ রোববার আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন।

বৈঠক অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা পৌনে ৬টায়, রাজধানীর যমুনা এলাকায় ড. ইউনূসের বাসভবনে। এতে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম তার দলের পক্ষ থেকে অংশ নেবেন।

এছাড়াও বৈঠকে অংশ নেবেন বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, নেজামে ইসলামী পার্টি এবং হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা।

বৈঠকে রাজনৈতিক দলগুলোর নেতারা সংস্কার প্রক্রিয়া, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, এবং স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের বিষয় নিয়ে আলোচনা করবেন। তারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ও করণীয় সম্পর্কে মতামত দেবেন বলেও জানা গেছে।

এর আগে, গতকাল শনিবার ড. মুহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সংলাপ করেছেন।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন