জাতীয়
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি করেছে যে, আওয়ামী লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করা উচিত। এই বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তারা এই দাবি তুলে ধরেন।
আওয়ামী লীগ আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণাের দাবি এনসিপির

স্টাফ রিপোর্টার
শনিবার, ২৪ মে, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি করেছে যে, আওয়ামী লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করা উচিত। এই বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তারা এই দাবি তুলে ধরেন।
শনিবার রাতে অনুষ্ঠিত এক বৈঠকের পর দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে, একই দিন সন্ধ্যা সাড়ে ৮টায়, এনসিপির একটি প্রতিনিধিদল যমুনা নদীর পাড়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যান। এতে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা অংশ নেন।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর রাতেই প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
১০৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর