দুই ছাত্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবি বিএনপির

শনিবার, ২৪ মে, ২০২৫ ৪:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে, বিএনপি দুই ছাত্র উপদেষ্টা—আসিফ মাহমুদ ও মাহফুজ আলম—সহ একই সঙ্গে দেশের প্রধান নিরাপত্তা উপদেষ্টার (খলিলুর রহমান) পদত্যাগের দাবি জানিয়েছে।
শনিবার যমুনা ব্যাংকের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এই দাবি তুলে ধরেন। তিনি বলেন, “আমরা ইতোমধ্যেই লিখিতভাবে তাদের পদত্যাগের কথা জানিয়েছি। আগেও জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা এবং দুই ছাত্র উপদেষ্টার কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এ কারণেই তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আবারও লিখিতভাবে অনুরোধ জানিয়েছি, পাশাপাশি মুখে বলেও প্রকাশ করেছি।”
এক প্রশ্নের উত্তরে, তারা কোনো আশ্বাস পেয়েছেন কি না—সাবেক এই নেতা বলেন, “তারা আমাদের আশ্বাস দেবেন। আমরা আমাদের বক্তব্য দিয়েছি।”
নির্বাচনের রোডম্যাপ নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, “এ বিষয়ে এখনো কেউ স্পষ্ট করে কিছু বলেনি। তারা নির্দিষ্ট করে কোনও কথা বলেনি। আমরা আমাদের দাবি জানিয়েছি। হয়তো তারা তাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবেন। আমরা তাদের প্রেসের খবরের ওপর নির্ভর করব। এখনই কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন মনে করছি না। তাদের প্রেসের বক্তব্যের পরে আমরা বিস্তারিত প্রতিক্রিয়া জানাবো।”
এর আগে, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সালাহউদ্দিন আহমেদ, ড. আবদুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
১০৪ বার পড়া হয়েছে