সর্বশেষ

সারাদেশ

বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাটের গাড়ি বহরে হামলার ঘটনায় মামলা

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

শনিবার, ২৪ মে, ২০২৫ ২:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের নড়াগাতিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের গাড়ি বহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচ দিন পর মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) রাতে নড়াগাতি থানায় মামলাটি দায়ের করেন কালিয়া উপজেলা বিএনপির সহ-যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু।

মামলায় আসামি করা হয়েছে কালিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আসজাদুর রহমান মিঠু বিশ্বাস, নড়াগাতি থানা বিএনপির সহ-সভাপতি নওশের বিশ্বাস, থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান খান, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান মিলু শেখসহ ৭৫ জনের নাম। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকেও আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ১৮ মে দুপুরে আব্দুল লতিফ সম্রাট ঢাকা থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। বিকালে তাকে স্বাগত জানাতে চাপাইল ব্রিজ ঘাট এলাকায় কালিয়া উপজেলা বিএনপি, নড়াগাতি থানা বিএনপি, কালিয়া পৌর বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন।

পরে সম্রাটকে বহনকারী প্রাইভেটকার এবং শতাধিক মোটরসাইকেলের বহর যোগানিয়া বাসস্ট্যান্ডের জাফর মোল্যার গোডাউনের সামনে পৌঁছালে প্রতিপক্ষ বিএনপি নেতা আসজাদুর রহমান মিঠু বিশ্বাসের নেতৃত্বে একদল হামলা চালায়। শটগান, রামদা, লোহার রড, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে তারা বহরের অন্তত ৪০টি মোটরসাইকেল ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে।

এ বিষয়ে অভিযুক্ত আসজাদুর রহমান মিঠু বিশ্বাস জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং এই ঘটনায় তার বা তার লোকজনের কোনো সম্পৃক্ততা নেই। তার বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা বলেও দাবি করেন তিনি।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

১০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন