সর্বশেষ

জাতীয়

প্রধান উপদেষ্টার ডাকে সর্বদলীয় বৈঠক কাল, বিএনপি-জামায়াতের সঙ্গে আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৪ মে, ২০২৫ ২:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন।

আগামী রোববার (২৫ মে) বিকেলে রাজধানীর যমুনা সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সরকারি সূত্রে জানা গেছে, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রধান উপদেষ্টা এই সর্বদলীয় বৈঠকের উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে, জুলাইয়ে সম্ভাব্য গণ-আন্দোলন বা অভ্যুত্থান প্রসঙ্গে আলোচনা করতেই এ সভা ডাকা হয়েছে। বৈঠকে ঐ কর্মসূচির পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ বিষয়ে নিশ্চিত করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, “একজন উপদেষ্টা আমাকে ফোন করে বলেছেন, আগামীকাল সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। আমি উপস্থিত থাকতে পারবো কি না, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে।”

তিনি আরও জানান, রোববার বিকেল ৫টা থেকে বৈঠক শুরু হতে পারে বলে তাকে জানানো হয়েছে।

এর আগে, আজ শনিবার সন্ধ্যায় পৃথকভাবে দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির প্রতিনিধিদের সঙ্গে এবং সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই বৈঠকগুলো রাজনৈতিক অস্থিরতা প্রশমনের অংশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন