সর্বশেষ

আন্তর্জাতিক

উত্তরপ্রদেশে বজ্রপাত ও ঝড়ে ৪৫ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২৩ মে, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রবল বজ্রপাত ও ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় অন্তত ৪৫ জনের প্রাণহানি ঘটেছে।

টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, বুধবার শুরু হওয়া এই দুর্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

রাজ্য সরকার ইতিমধ্যে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ জারি করেছে। সংশ্লিষ্ট প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষিজমির ক্ষতি নির্ধারণে জরুরি ভিত্তিতে সমীক্ষা পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কৃষকরাও দ্রুত আর্থিক সহায়তা পেতে পারেন।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে বজ্রঝড়ের পরিস্থিতি অন্তত সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। মধ্য উত্তরপ্রদেশ ও তেরাই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, ঝড়ের প্রভাবে ঝাঁসি জেলার সিংঘার গ্রামে একটি হৃদয়বিদারক দৃশ্য দেখা গেছে। গ্রামের একটি প্রাচীন পিপল গাছ, যা বহু টিয়াপাখির আবাসস্থল হিসেবে পরিচিত ছিল, সেটি ঝড়ে ভেঙে পড়লে ৭০টি টিয়াপাখি মারা যায় এবং আরও প্রায় ৩০টি আহত অবস্থায় পাওয়া যায়। আহত পাখিগুলোর চিকিৎসা চলছে বলে জানিয়েছেন স্থানীয় বন কর্মকর্তা জে বি শেন্দে।

উত্তরপ্রদেশে চলমান এই প্রাকৃতিক দুর্যোগ সাধারণ মানুষের পাশাপাশি প্রাণিকুলকেও গভীরভাবে প্রভাবিত করেছে।

২৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন