ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ৩ জুনের টিকিট

শুক্রবার, ২৩ মে, ২০২৫ ৭:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীসাধারণের সুবিধার্থে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
পূর্বাঞ্চলের যাত্রীদের জন্য আগামী ৩ জুনের ভ্রমণের টিকিট আজ শনিবার (২৪ মে) বিক্রি হচ্ছে। এর আগে গতকাল শুক্রবার (২৩ মে) বিক্রি হয়েছে ২ জুনের টিকিট।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে, ৬ জুনের টিকিট ২৭ মে থেকে অনলাইনে পাওয়া যাবে।
ঈদের পর ফিরতি যাত্রার জন্য ৯ জুনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে। এরপর ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের টিকিট সংগ্রহ করা যাবে ৫ জুন থেকে।
যাত্রীসেবার মান উন্নয়নে বাংলাদেশ রেলওয়ে এবার সময়ভিত্তিক টিকিট ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে। পুরো টিকিটing প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে পরিচালিত হবে, অর্থাৎ যাত্রীদের কাউন্টারে না গিয়ে নিজ নিজ অবস্থান থেকেই টিকিট সংগ্রহের সুযোগ থাকছে।
রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের সময়মতো টিকিট কাটার অনুরোধ জানিয়েছে এবং পাশাপাশি অনলাইনে টিকিট সংগ্রহের ক্ষেত্রে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে।
১০৭ বার পড়া হয়েছে