ঈদ উপলক্ষে ১০ দিনের ছুটি: আজ শনিবারও খোলা থাকছে অফিস

শুক্রবার, ২৩ মে, ২০২৫ ৭:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ১০ দিনের ছুটি নিশ্চিত করতে অতিরিক্ত দু’দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার।
ফলে আগামী ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এই ছুটির অংশ হিসেবে গত ১৭ মে ও আজ ২৪ মে, দুইটি শনিবার—যা সাধারণত সাপ্তাহিক ছুটি হিসেবে নির্ধারিত—সেসব দিনেও সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ও ব্যাংক খোলা রাখা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত ছুটি হিসেবে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) দিনদু’টি নির্বাহী আদেশে ছুটি হিসেবে গণ্য হবে। আগে থেকেই ঈদের ছুটি ৫ থেকে ১০ জুন নির্ধারিত ছিল, নতুন দুই দিনের ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবারের ঈদে টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন।
আজ শনিবার (২৪ মে) অন্যান্য কর্মদিবসের মতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলবে। তবে আগের শনিবারের অভিজ্ঞতায় দেখা গেছে, এসব দিনে উপস্থিতি ছিল কিছুটা কম এবং অফিস কার্যক্রম ছিল তুলনামূলকভাবে ঢিলেঢালা।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ছুটির এ সুযোগে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পরিবার-পরিজনের সঙ্গে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারবেন বলে মনে করা হচ্ছে।
১০৮ বার পড়া হয়েছে