ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে জামায়াতে ইসলামী, সর্বদলীয় সংলাপের আহ্বান

শুক্রবার, ২৩ মে, ২০২৫ ৭:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের উপায় খুঁজতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে।
শুক্রবার রাতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি এক পোস্টে লেখেন, ‘প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠক আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।’
এর আগে বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি এক বৈঠকে দলের আমির ডা. শফিকুর রহমান বর্তমান রাজনৈতিক অস্থিরতা থেকে উত্তরণে ড. ইউনূসকে একটি সর্বদলীয় বৈঠক আহ্বানের অনুরোধ জানান।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এই বৈঠকে সভাপতিত্ব করেন আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে দলের শীর্ষ নেতারা অংশ নেন এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ বিষয়ে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে মুজিবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “আরেকটি এক-এগারোর বন্দোবস্তের পাঁয়তারা চলছে,”—এমন আশঙ্কা প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, “জাতিকে এই পরিস্থিতি থেকে রক্ষা করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই।”
জামায়াত মনে করে, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সংলাপই হতে পারে জাতীয় সংকট নিরসনের পথ।
১০৯ বার পড়া হয়েছে