সর্বশেষ

সারাদেশ

ফুলেল ভালোবাসায় সিক্ত, শেখ সাদীর উপস্থিতিতে কুমারখালীতে উৎসবমুখর জন্মদিন উদযাপন

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি

শুক্রবার, ২৩ মে, ২০২৫ ৩:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নেতাকর্মী ও সমর্থকদের ফুলেল ভালোবাসায় সিক্ত হয়ে অন্যরকম জন্মদিনের কেক কেটেছেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, এশিউর গ্রুপের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি শেখ সাদী।

ভক্ত ও সমর্থকদের অকৃত্রিম এই ভালোবাসা এবং সম্মান শেখ সাদীকে আরও দায়বদ্ধ করেছে মানুষের কল্যাণে কাজ করার জন্য।

নিজ জন্মভূমি খোকসার পর কুমারখালীতে তাঁর উপস্থিতিতে উৎসবমুখর, বর্ণাঢ্য ও আনন্দঘন জন্মদিন উদযাপন করেছে দলটির উল্লসিত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ভক্ত, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে সড়ক পথে কুমারখালী বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে পৌঁছালে রঙবেরঙের বেলুনে সাজানো গেট পেরিয়ে শেখ সাদী ও তার সফরসঙ্গীদের ফুলের পাপড়ি ছিটিয়ে বরন করে নেয় দলের সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও ভক্তবৃন্দ।

সেসময় আবেগাপ্লুত জননেতা শেখ সাদীও দু'হাত তুলে পথের ধারে সারিবদ্ধভাবে দাঁড়ানো উচ্ছাসিত সহযোদ্ধা ও কর্মী-সমর্থকদের ভালোবাসার জবাব দেন।

এ সময় ব্যাপক উচ্ছাস প্রকাশ করে নেতাকর্মীরা শেখ সাদীর পক্ষে বিভিন্ন প্রেরণাদায়ক শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকাজুড়ে। অনেক রাত হলেও সমর্থক আর উৎসুক মানুষের ভিড়ে সরগরম হয়ে ওঠে দলীয় কার্যালয়টি।

পরে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও ভক্তদের সাথে নিয়ে কেক কেটে তাঁর জন্য আয়োজিত জন্মদিন উদযাপন করেন শেখ সাদী। এ সময় তার সঙ্গে পান্টি ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।

নিজ এলাকায় কর্মী-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়ে রাতেই নিজের ভেরিফাইয়েড ফেসবুক পেইজে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেন শেখ সাদী। সেখানে তিনি লিখেন, "গতকাল ছিলো আমার জন্মদিন। নানা আয়োজনে, অসংখ্য নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, ও সহযোদ্ধার অকৃত্রিম ভালোবাসায় দিনটি হয়ে উঠেছিলো বিশেষ এবং স্মরণীয়।

আজ খোকসা ও কুমারখালীতে গেলে সেখানকার নেতাকর্মীরাও কেক কেটে, ফুল দিয়ে, হৃদয় উজাড় করে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তাদের ভালোবাসা ও সম্মান আমাকে আরও দায়বদ্ধ করেছে মানুষের কল্যাণে কাজ করার জন্য।

আমি প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই-এই ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা...।"

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন