গণ–অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা দিল সেনাবাহিনী

বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ ৬:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
২০২৪ সালের জুলাই–আগস্টে সংঘটিত ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানের পর সৃষ্ট আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সেনানিবাসগুলোতে আশ্রয় নেয়া ব্যক্তিদের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধুমাত্র মানবিক বিবেচনায় এসব ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের আশ্রয় দেওয়া হয়েছিল।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সেই সময়ে রাজনৈতিক অস্থিরতা ও বিশৃঙ্খলা চরমে পৌঁছায়। হামলা, অগ্নিসংযোগ, মব জাস্টিস, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধে সারাদেশে নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় প্রাণ রক্ষার জন্য বহু মানুষ—including রাজনীতিবিদ, বিচারক, সরকারি কর্মকর্তা ও পুলিশ সদস্য—ঢাকাসহ দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আকস্মিক সংকটময় পরিস্থিতিতে আশ্রয়প্রার্থীদের পরিচয় যাচাই না করে প্রথমে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করাই অগ্রাধিকার দেওয়া হয়। মোট ৬২৬ জন আশ্রয়প্রার্থীকে বিভিন্ন সেনানিবাসে নিরাপদ আশ্রয় দেওয়া হয়। এর মধ্যে রয়েছেন:
২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা. স্ত্রী ও শিশু–সহ ৫১টি পরিবার, অন্যান্য শ্রেণি-পেশার ১২ জন।
আইএসপিআর জানায়, পরিস্থিতির উন্নতির পর আশ্রয়প্রার্থীদের অধিকাংশই এক–দুই দিনের মধ্যে স্বেচ্ছায় সেনানিবাস ত্যাগ করেন। তবে পাঁচজনকে তাঁদের বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলার ভিত্তিতে যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
২০২৪ সালের ১৮ আগস্ট এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী আশ্রয়প্রাপ্তদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। এতে ১৯৩ জনের নাম ছিল, যার বাইরে আরও ৪৩২ জন সাধারণ পুলিশ সদস্য এবং ১ জন এনএসআই সদস্যের নামও ছিল। এই তালিকা এ সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তুলেছে আইএসপিআর। তারা সবাইকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, “সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের পাশে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আস্থার সঙ্গে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।”
নামের তালিকা:
১২৮ বার পড়া হয়েছে