সর্বশেষ

সারাদেশ

সাত দিনের আল্টিমেটাম: মেয়রের দায়িত্ব দাবি করলেন বিএনপি নেতা চিশতী

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ ২:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা পৌরসভার মেয়রের দায়িত্ব সাত দিনের মধ্যে বুঝিয়ে দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতী।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে পৌরসভা কার্যালয়ে উপস্থিত হয়ে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে হাইকোর্টের রায়ের কপি জমা দেন তিনি। একইসঙ্গে তিনি দায়িত্ব গ্রহণে প্রশাসনের বিলম্বে অসন্তোষ প্রকাশ করেন।

চিশতী জানান, ২০২৩ সালের নির্বাচনে তিনি বৈধভাবে মেয়র নির্বাচিত হলেও, তৎকালীন সরকারের "রাজনৈতিক প্রতিহিংসা"র কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয় তার পদ শূন্য ঘোষণা করে উপনির্বাচনের প্রস্তুতি নেয়। তিনি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে আদালত প্রাথমিকভাবে স্থগিতাদেশ দেন এবং পরে চলতি বছরের ১২ জানুয়ারি বিচারপতি মোহাম্মদ মোস্তফা জামান ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ রুল নিষ্পত্তি করেন। আদালতের রায়ে তার মেয়র হিসেবে দায়িত্ব পালনে আর কোনো আইনি বাধা নেই বলে দাবি করেন চিশতী।

তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে পৌরসভায় প্রশাসক নিয়োগ করেছে, যা তিনি আইনের প্রতি সম্মান দেখিয়ে মেনে নিয়েছেন। তবে ৭ মে তার আইনজীবীর মাধ্যমে একটি উকিল নোটিশ পাঠানো হলেও এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

চিশতী হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী সাত দিনের মধ্যে যদি দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবো।”

এ বিষয়ে পৌরসভার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন