চার দফা দাবিতে পাবনায় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন

বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ ২:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
চার দফা দাবির প্রেক্ষিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পাবনা জেলা শাখা।
বৃহস্পতিবার সকালে পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ঔষধ ব্যবসায় টেকসই ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে চার দফা দাবি বাস্তবায়ন প্রয়োজন। দাবিগুলোর মধ্যে রয়েছে— সরকার নির্ধারিত মূল্যে সকল ঔষধ বিক্রির ব্যবস্থা করা, ঔষধ বিক্রয়ে কমিশন বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত ফেরত নেওয়া ও প্রতিস্থাপন নিশ্চিত করা এবং ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ সরবরাহ বন্ধ করা।
সমিতির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে পদক্ষেপ না নিলে জেলা শহরের সকল ঔষধের দোকান বন্ধ রেখে ধর্মঘট ও হরতাল কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি এফএম হুমায়ুন কবির খোকন, সিনিয়র সহ-সভাপতি সাইদুর রশিদ খান পিন্টু, সহ-সভাপতি তারেক ইবনে আনসারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
১২৮ বার পড়া হয়েছে