সর্বশেষ

অর্থনীতি

ঈদুল আজহা সামনে রেখে বাজারে আসছে নতুন নোট, থাকছে না বঙ্গবন্ধুর ছবি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ ১০:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে নতুন নকশার ২০, ৫০ ও ১,০০০ টাকার নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গাজীপুরের দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন ইতোমধ্যে এসব নোট ছাপার কাজ শুরু করেছে। নতুন নোটে এবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না। তার পরিবর্তে ফিরিয়ে আনা হয়েছে পুরোনো নকশা ও জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ঈদের আগেই নতুন নোট বাজারে ছাড়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। যদিও নির্দিষ্ট তারিখ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রথম ধাপে ২০ টাকার নোটের ছাপা প্রায় শেষ হয়েছে, যা আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে। পরবর্তী সপ্তাহে ৫০ ও ১,০০০ টাকার নোট হস্তান্তর করা হবে। প্রথমে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসসহ অন্যান্য শাখায় এবং পরে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট সরবরাহ করা হবে।

তিনি আরও জানান, ঈদের ছুটির আগে সীমিত সংখ্যক নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। তবে চাহিদার তুলনায় ছাপা কিছুটা কম হওয়ায় নতুন নোটের সরবরাহ সীমিত থাকবে।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর ছবি যুক্ত নতুন নোট নিয়ে বিতর্কের জেরে গত ১০ মার্চ বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দিয়ে নতুন নোট বিনিময় কার্যক্রম স্থগিত করা হয়। এর ফলে বাজারে পুরোনো ও ছেঁড়াফাটা নোটের পরিমাণ বাড়তে থাকে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন